Sharing is caring!
হবিগঞ্জ প্রতিনিধি : সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এক্সেভেটরের মাধ্যমে এসব স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
অভিযানকে সহায়তা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূঞা, হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ বিভাগীয় প্রকৌশলী রায়হান আকবরসহ পুলিশ সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানা এলাকার সামন থেকে উভয় পাশে অবৈধ ভাবে শতাধিক স্থাপনা গড়ে উঠে। মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হয়েছে। এরমধ্যে পাকা আধাপাকা ঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শাহ জহুরুল হোসেন বলেন, অভিযানকালে প্রায় ১ একর ৫৬ শতক জমি অবৈধ দখলদারদের কবল থেকে উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।
৩৯৬ পড়েছেন