Sharing is caring!
সিলেট এইজ ডেস্ক : দীর্ঘ তিন যুগ পর বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে ফিরেছেন আর্জেন্টাইন ফুটবলাররা। উচ্ছ্বাসের আনন্দে মাতোয়ারা গোটা বিশ্ব। এমন সময় ফাইনালে পরাজয়ী ফ্রান্সের এমবাপ্পেকে নিয়ে ট্রল করে ফের আলোচনায় এলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। খবর মার্কার। ভাইরাল ওই ছবিতে দেখা যায়, একটি ছাদখোলা গাড়ির ওপর মেসির পাশে এমবাপ্পের ছবিযুক্ত একটি পুতুল কোলে নিয়ে উল্লাস করছেন মার্তিনেজ। তবে এ নিয়ে এখনো এমবাপ্পের পক্ষ থেকে কোন মন্তব্যের খবর পাওয়া যায়নি। এর আগেও এমবাপ্পেকে নিয়ে বিতর্কিত কাণ্ড ঘটিয়েছেন মার্তিনেজ। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার ড্রেসিংরুমে উদযাপনের সময় ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে তার মন্তব্যকে ঘিরেও সমালোচনা হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুম নাচে-গানে শিরোপা-জয় উদযাপন করছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। সেই উদযাপন হঠাৎ থামিয়ে দিয়ে বলে ওঠে, ‘এমবাপ্পের জন্য এক মিনিটের নীরবতা।’ এবার বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেও এমবাপ্পেকে নিয়ে মজা করলেন তিনি।
৫৯৯ পড়েছেন