Sharing is caring!
বিনোদন ডেস্ক: ঢাকা লিট ফেস্টে অংশ নিতে আসছেন হলিউড অভিনেত্রী টিলডা সুইফটন। আগামী ৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বসছে ঢাকা লিট ফেস্টের দশম আসর। এই আসরে অতিথি হয়ে আসছেন দেশ-বিদেশের দুই শতাধিক অতিথি। তাঁদের অন্যতম এই ব্রিটিশ অভিনেত্রী। এর আগেও এ সাহিত্য সম্মেলনে যোগ দিতে ২০১৭ সালে ঢাকায় এসেছিলেন ‘মাইকেল ক্লেটন’-এর জন্য অস্কারজয়ী টিলডা সুইফটন। তিনি একাধারে অভিনেত্রী, নির্মাতা, লেখক ও শিল্পী। স্বাধীন চলচ্চিত্রেই তাঁকে বেশি দেখা গেছে। কিন্তু তাঁর ঝুলিতে ব্যবসাসফল ছবির সংখ্যাও কম নয়। অরল্যান্ডো, উই নিড টু টক অ্যাবাউট কেভিন, দ্য ক্রনিক্যালস অব নার্নিয়া, দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল, ডক্টর স্ট্রেঞ্জ এর মতো আরও বহু সিনেমায় দেখা গেছে তাঁকে। এই লিট ফেস্ট ঘিরে প্রস্তুতির শেষ ধাপে আছেন আয়োজকরা। এরই মধ্যে তাঁদের ওয়েবসাইটে প্রকাশ করেছেন অন্তত ৪৫ জন অতিথির নাম। এর মধ্যে রয়েছেন টিলডা সুইফটন।
৫৯৩ পড়েছেন