Sharing is caring!
হবিগঞ্জ প্রতিনিধি: জেলাজুড়ে বেড়েছে শীতের প্রকোপ। হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় শিশু, বৃদ্ধসহ অনেকের মাঝে রোগ বালাই দেখা দিয়েছে। গত দুই দিনে সদর হাসপাতালে সর্দি, কাশি, ঠান্ডাজনিত রোগ, ডায়রিয়া, শ^াস-কষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নারী, পুরুষ, শিশুসহ কয়েক শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে বেড না থাকায় অনেক রোগীরা বারান্দা ও নিচে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের অভিযোগ, খাবার স্যালাইন ও প্যারাসিটমল ট্যাবলেট ছাড়া হাসপাতাল থেকে আর কোনো কিছু দেয়া হচ্ছে না। ডাক্তাররা শুধুমাত্র সকালে রোগী দেখেন। আর সবসময়ই নার্সরা চিকিৎসা দিয়ে থাকেন। অনেক ওষুধ বাহির থেকে কিনে এনে রোগীদেরকে ব্যবহার করতে হয়। তবে দরিদ্র রোগীরা ওষুধ বাহির থেকে আনতে পারছেন না। ফলে আরও অসুস্থ হয়ে পড়ছেন।
৪৩০ পড়েছেন