• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জ ও লাখাইয়ে ৩ মাদক বিক্রেতা আটক : গাঁজা উদ্ধার

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২২
হবিগঞ্জ ও লাখাইয়ে ৩ মাদক বিক্রেতা আটক : গাঁজা উদ্ধার

Sharing is caring!

হবিগঞ্জ প্রতিনিধি : জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শহরের দুলানগর খোয়াই নদীর পাড় ও লাখাই উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মুড়িয়াউকে অভিযান চালিয়ে ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। পরে একজনকে কারাদÐ ও একজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল ২০ ডিসেম্বর সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান পরিচালনা করে শহরতলীর দুলানগর নদীর পাড় এলাকায়। এ সময় দুলানগর এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (৩০) এবং যশেরআব্দা এলাকার মৃত সঞ্জব আলীর ছেলে মোঃ আব্দুল খালেক (৪১) কে গাঁজাসহ গ্রেফতার করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন মেয়াদে কারাদÐ ও অর্থদÐ প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়। অপরদিকে গতকাল মঙ্গলবার সকালে পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল তেঘরিয়া বড়হাটি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করেছেন। এ সময় ওই গ্রামের মৃত আব্দুল মান্নাফের পুত্র মোঃ হুমায়ুন মিয়া (৫৫) কে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে লাখাই থানায় মামলা দায়ের করেছেন।

৪১৪ পড়েছেন