• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জ উপজেলার ১১টি গরু চুরি

admin
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২২
কোম্পানীগঞ্জ উপজেলার ১১টি গরু চুরি

Sharing is caring!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কলাবাড়ী গ্রামে ১১টি গরু চুরির ঘটনা ঘটছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে এই চুরি ঘটনা ঘটে।

জানা যায়, রাতের আঁধারে মোখলেছুর রহমান ও মুহিবুররহমানেরগোয়ালঘর থেকে ১১টি গরু চুরি হয়ে যায়। এর মধ্যে মোখলেছুররহমানের ৬টি ও মুহিবুররহমানের ৫টি। রাত ২টার থেকে তিনটার সময়ে গরুগুলা চুরি হয় বলে জানিয়েছে তারা। তারা আরো জানায় পিকাপে করে হয় তো গাড়িগুলো নিয়েছে। কারণ রাতের এই সময়ে একটি পিকাপ বাড়ির সামনে দাড়ানো ছিল পরদিন তাদেরকে জানিয়েছেন প্রতিবেশীরা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী জানান, গরু চুরির খবর পেয়েছি। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। চুরির বিষয়ে আমরা অভিযান দিচ্ছি এবং অনেককে ধরেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

৪৯৮ পড়েছেন