Sharing is caring!
সিলেট এইজ: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, খালেদা জিয়া, আলেম ও ওলামাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে জয়পুরহাট সদরের বামনপুর সগুনা চারমাথা মোড়ে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর জয়পুরহাট সদর উপজেলা শাখা। এ সময় অবিস্ফোরিত ৬টি ককটেলসহ জেলা জামায়াত-শিবিরের ১২ নেতা-কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।শনিবার সকালে তারা এ ঝটিকা মিছিল বের করে। আটকরা হলেন- সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ আলম দেওয়ান (৪৫), জামায়াত নেতা নাহিদুল ইসলাম (৩০), জামায়াত কর্মী শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, শিপন, নুর নবী, জেলা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, শিবির কর্মী মামুনুর রশিদ, মারুফ হোসেন, মেহেদী হাসান, মেশকাত শরীফ ও সোহরাব আলী। জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) শাহেদ আল মামুন জানান, সকালে সদর উপজেলার বামনপুর সগুনা চারমাথা এলাকায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে শহরের দিকে আসছিলেন। জামায়াতের মিছিলের নেতৃত্বে ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ আলম দেওয়ান। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ তাদের মিছিলের সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে যত্রতত্রভাবে ককটেল বিস্ফোরণ ঘটায়। ডিবি পুলিশও ৬ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে ৬টি অবিস্ফোরিত ককটেলসহ জেলা জামায়াতের ১২জন নেতা কর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
৬৬৯ পড়েছেন