Sharing is caring!
সিলেট এইজ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তারা আন্দোলন করেই ভোটাধিকার, আইনের শাসন, বাক স্বাধীনতা, জীবনের নিরাপত্তা ও গণতন্ত্র ফিরিয়ে আনবেন। দেশের ইতিহাস বলে- মানুষ এ পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছে শেষ পর্যন্ত সেটা বাস্তবায়ন করে বিজয়ী হয়ে ঘরে ফিরেছে। এবারও দেশরক্ষা ও গণমুক্তির আন্দোলনে জনতার বিজয় হবে।শনিবার দুপুরে বরিশালে বিএনপির গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দুপুর সাড়ে ১২টায় নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয় চত্বর থেকে গণমিছিল শুরু হয়। আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গণমিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আমির খসরু বলেন, মানুষ ঘরের বাইরে বের হয়ে গেছে। হত্যা করে, ভয়ভীতি দেখিয়ে, মিথ্যা মামলা ও গণ গ্রেপ্তার করে মানুষকে ঘরে ফিরিয়ে নেওয়া যাবে না। গণতন্ত্রের বিজয় না নিয়ে মানুষ আর ঘরে ফিরবে না। আগামী নির্বাচনে ভোট চোরদের হাতেনাতে ধরা হবে। জীবন দিয়ে হলেও জনগণ ভোটাধিকার রক্ষা করবে। দেশরক্ষার জন্য আমরা যুগপৎ আন্দোলন করতে ঐক্যমত্য হয়েছ। গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন বরিশাল নগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুক। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মিডিয়া সেল প্রধান জহির উদ্দিন স্বপন, বিএনপি নেতা এবায়দুল হক চান, মেজবাউদ্দিন ফরহাদ, নগর সাধারণ সম্পাদক মীর জাহিদুল কবির প্রমুখ।
৪৫০ পড়েছেন