• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২২
মৌলভীবাজারে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত

Sharing is caring!

সিলেট এইজ: তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও মির্জা ফখরুলসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে মৌলভীবাজারে গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩টায় শহরের চাঁদনীঘাট এলাকার মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু হয়ে এম সাইফুর রহমান সড়ক হয়ে কুসুমবাগ এলাকার এস আর প্লাজার সম্মুখে প্রতিবাদ সভায় মিলিত হয়।গনমিছিলে নেতৃত্ব দেন, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,প্রতিবাদ সভায় জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন- যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, স্বেচ্ছাসেবক দল সভাপতি স্বাগত কিশোর দাশ চৌধুরী, গাজী মারুফ, মনোয়ার আহমদ রহমান, জেলা ছাত্রদল সভাপতি রুবেল আহমদ প্রমুখ,সভায় বক্তারা ১০ দফা দাবি বাস্তবায়নসহ সকল নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্ভে তাঁদের মুক্তি দাবি করেন।

৪৭২ পড়েছেন