• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার কাছে সিলেটের শফিক চৌধুরীর ‘বিচার’!

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২২
শেখ হাসিনার কাছে সিলেটের শফিক চৌধুরীর ‘বিচার’!

Sharing is caring!

সিলেট এইজ: শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়।অধিবেশনের শুরুতে বিভিন্ন বিভাগের একজন করে নেতা বক্তব্য দেন। সিলেট বিভাগ থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীবক্তব্যকালে তিনি বিশ্বনাথ-ওসমানীনগরের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ‘বিচার’ দেন। শফিকুর রহমান চৌধুরী বলেন- সারা বাংলাদেশে উন্নয়ন চলছে, কিন্তু আমাদের সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগরে উন্নয়ন পিছিয়ে আছে। কারণ, আমাদের দলীয় সংসদ সদস্য নেই। সিলেটে সহযোগী সংগঠনের গতি আরও বৃদ্ধি করতে হবে।এসময় শফিকুর রহমান আরও বলেন- ‘আপনার নেতৃত্বে যে কমিটি আসবে, সেই কমিটির প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। সারা বাংলাদেশে বিএনপির অপপ্রচার ও কুৎসা রটনা চলছে, তার বিরুদ্ধে আমাদের প্রত্যেক নেতা-কর্মীর ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে।আওয়ামী লীগের সম্মেলন অধিবেশনে সারা দেশ থেকে প্রায় সাত হাজার কাউন্সিলর অংশ নেন। তাঁদের মতামতের ভিত্তিতে আবার দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচিত হন।

৪৯৩ পড়েছেন