• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২২
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব একাধিক হত্যা মামলাসহ ১০টির বেশি মামলার পলাতক মৃতুদণ্ডপ্রাপ্ত আসামি পলাশ গাজী ওরফে জালাল গাজী ওরফে দাঁত ভাঙা পলাশকে গ্রেফতার করেছে র‌্যাব ৩-এর একটি দল। সোমবার রাতে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব বলছে, বিভিন্ন জেলায় একাধিক মামলা এবং গ্রেফতারি পরোয়ানা থাকায় তিনি নারায়ণগঞ্জ, কাঁচপুর, উত্তরা ও শ্যামবাজারসহ আশপাশের এলাকায় বাসা বদল করে পলাতক জীবনযাপন করে আসছিলেন। পলাতক থাকা অবস্থাতেও তিনি ভাড়াটে সন্ত্রাসী হিসাবে দল নিয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম করতেন। মূলত রাতে সিএনজি চুরি, ডিবি পরিচয়ে ডাকাতি এবং ভাড়ায় খুন ও মারামারি ছিল নিয়মিত ঘটনা। একাধিক মামলায় একাধিকবার কারাভোগ করেছেন পলাশ। মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানায় গভীর রাতে মুখোশ পরে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাশ গাজী। এ ছাড়াও একাধিক মামলায় যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত তিনি। পলাশ পটুয়াখালীর বাউফল নেমদীর মো. চাঁন্দু গাজীর ছেলে।

৬১১ পড়েছেন