• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শফিউল আলম চৌধুরী নাদেলকে ফুল দিয়ে অভ্যর্থনা

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২২
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শফিউল আলম চৌধুরী নাদেলকে ফুল দিয়ে অভ্যর্থনা

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার সিলেটে শফিউল আলম চৌধুরী নাদেলকে সংবর্ধনা দিয়েছেন নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান নাদেল। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এসময় নাদেলের নিজ জেলা মৌলভীবাজারের নেতৃবৃন্দও বিমানবন্দরে তাকে স্বাগত জানান। অভ্যর্থনার জবাবে নাদেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি বিশ্বাস রেখে দ্বিতীয়বার দলের এত বড় দায়িত্ব দিয়েছেন। এজন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ। তিনি বলেন, এখন দায়িত্ব আরও বেড়ে গেছে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে জন্মভূমি সিলেটের সম্মান যাতে নষ্ট না হয় তার জন্য সকলের সহযোগিতা চাই। এসময় যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান নাদেল। পরে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.) মাজার জিয়ারত করেন। এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশফাক আহমদের সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ ও জেলা দপ্তর সম্পাদক জগলু চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন মহানগর সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, অ্যাডভোকেট রাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক। এসময় মহানগর সহ-সভাপতি বিজিত চৌধুরী, নুরম্নল ইসলাম পুতুল, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, রঞ্জিত সরকার, মহানগর সাংগঠনিক সম্পাদক অ্যডভোকেট ছালেহ আহমদ সেলিম, আরমান আহমেদ শিপলু, শিক্ষা সম্পাদক ইলিয়াসুর রহমান ইলিয়াস, সদস্য তাহমিন আহমেদ, রাহাত তরফদার, ইমরম্নল হাসান, সৈয়দ কামাল, জুমাদিন আহম্মদ,ইলিয়াস আহমদ জুয়েল, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের লীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

৪৫৬ পড়েছেন