Sharing is caring!
প্রেস বিজ্ঞপ্তি: গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগস্থ হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে দু’দিনব্যাপী কারিগরি শিক্ষা মেলা-২০২২ আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর শুক্র ও শনিবার সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হবে।। কারিগরি শিক্ষায়মেলায় চিত্রাঙ্কন, স্পোকেন ইংলিশ, কম্পিউটার, সেলাই, বøক-বাটিক সহ অন্যন্য সৃজনশীল কোর্স সমূহে বিশেষ ছাড়ে ভর্তি হওয়া যাবে। এছাড়াও হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার ওয়েব সাইট এর শুভ উদ্বোধন, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, প্রশিক্ষণার্থীদের চিত্রকর্ম ও উদ্ভাবিত পণ্যে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। মেলায় এসজেএল এর চেয়ারম্যান ডাঃ নুরুল হুদা নাঈম সহ তাঁর দল ফ্রি স্বাস্থ্য সেব প্রদান করবেন। মেলায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। মোবাইল আসক্তি পরিহার করি, কারিগরি শিক্ষা গ্রহণ করে এর শ্লোগানকে সামনে রেখে মেলায় সর্বস্তরের জনগণকে আমন্ত্রণ জানিয়েছেন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক উদ্যোক্তা ও যুব সংগঠক আশফাক উদ্দিন আহমদ।
৫৫২ পড়েছেন