• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার : নাসির খান

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২২
শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার : নাসির খান

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান বলেছেন, শেখ হাসিনার সরকার, উন্নয়নের সরকার। তিনি বাংলাদেশকে উচ্চপর্যায়ে নিয়ে যেতে চান। সে জন্য তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন।শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। একসময় আমরা যা স্বপ্নে দেখতাম সেই স্বপ্নগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৮ ডিসেম্বর) নগরীর শেখঘাট সমাজসেবা যুব সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি সিলেটের কয়েকটি মেগা প্রকল্পের কথা উল্লেখ করে বলেন সিলেটের উন্নয়নের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় আন্তরিক। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। সিটি কাউন্সিলার সিকন্দর আলীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা রেদওয়ান আহমদ বাপ্পির পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বারের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট প্রতিদিনের সম্পাদক সাজলু লস্কর, যুবলীগ নেতা শাহ সায়েম আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্টান শেষে শীতার্ত মানুষের মাঝে ক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

৬১৮ পড়েছেন