Sharing is caring!
সিলেট এইজ : উপমহাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামে জায়গা পেয়েছেন সিলেটের সৈয়দা জেবুন্নেছা হক। গত মঙ্গলবার তাঁকে প্রেসিডিয়াম (সভাপতিমন্ডলীর) সদস্য করার বিষয়টি আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়। এরপর রাতেই জেবুন্নেছা হকের বাসায় ছুটে যান সিলে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ চার নেতা। তাঁদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন জেবুন্নেছা হক। সিলেট নগরীর তাঁতীপাড়াস্থ জেবুন্নেছা হকের বাসায় যান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও মহানগরের সাধারণ সম্পাদক জাকির হোসেন। তাঁরা জেবুন্নেছা হককে অভিনন্দন জানান। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হওয়া সিলেটের জন্য বড় অর্জন বলেও মন্তব্য করেন তাঁরা। এ ছাড়া জেবুন্নেছা হকের প্রয়াত স্বামী বীর মুক্তিযোদ্ধা এনামুল হককেও স্মরণ করেন জেলা-মহানগরের তেৃৃবৃন্দ। জানা গেছে, সৈয়দা জেবুন্নেছা হক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালে সিলেট নগরীর তালতলাস্থ গুলশান সেন্টারে গ্রেনেড হামলা হয়েছিল। সেই হামলায় অন্যান্যদের সঙ্গে এনামুল হক ও জেবুন্নেছাও গুরুতর আহত হন।
৪৫৯ পড়েছেন