• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বগুড়ার দুইটি আসনের জন্য এমপি হতে লড়বেন হিরো আলম

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২২
বগুড়ার দুইটি আসনের জন্য এমপি হতে লড়বেন হিরো আলম

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: আশরাফুল আলম ওরফে হিরো আলম বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের পর বগুড়ায় শূন্য ঘোষিত জাতীয় সংসদের দুটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা জানালেন হিরো আলম।  শুক্রবার এফডিসিতে চলছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এই নিবাচনে এফডিসিতে এসে ক্যামেরার সামনে দুই আসনে নির্বাচন করার কথা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই আলম।  তিনি বলেন, আগে শুধু বগুড়ার একটি আসনে নির্বাচন করার ইচ্ছে ছিলো। এখন সে ইচ্ছে বড় হয়েছে। এখন আমি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর)—এই দুই আসনের উপনির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচন করবো এবং আমার দৃঢ় বিশ্বাস আমি এবার এমপি হবো।’ আলম বলেন, ২০১৮ সালের নির্বাচনে বগুড়া-৪ আসনে অনেক কর্মী-সমর্থক তার জন্য কাজ করেছেন। ভোট সুষ্ঠু হলে তাঁর বিজয় সুনিশ্চিত ছিল। এ ছাড়া বগুড়া-৬ আসনে তরুণ ভোটারদের মধ্যে তাঁর অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষী আছেন। তাঁদের অনুরোধেই তিনি বগুড়া-৬ থেকেও মনোনয়ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিস্থিতি বুঝে পরে একটি আসনের মনোনয়ন প্রত্যাহার করবেন। বগুড়ার প্রত্যন্ত এরুলিয়া গ্রামে একসময় সিডি বিক্রি করতেন হিরো আলম। সিডি যখন চলছিল না, তখনই মাথায় আসে কেব্‌ল সংযোগ ব্যবসার। কেব্‌ল সংযোগ ব্যবসার সুবাদে মিউজিক ভিডিও তৈরি শুরু করেন। ইউটিউবে প্রায় ৫০০টি মিউজিক ভিডিও ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে আলোচনায় আসেন তিনি। ইউটিউবে প্রকাশ করা তাঁর নিজস্ব ভিডিওগুলোও অনেক জনপ্রিয়। ভিডিওগুলোর নির্দেশনাও দেন তিনি।

৪৪৪ পড়েছেন