Sharing is caring!
সিলেট এইজ ডেস্ক: জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে রাজধানীর ধানমণ্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।আজ সোমবার সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বর্তমান সভাপতি ওমর ফারুক, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া ও বর্তমান মহাসচিব দীপ আজাদ, জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত সহসভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া, আশরাফ আলীসহ আরো অনেকে।উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনার ফোরাম মনোনীত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নির্বাচিতরা আগামী দুই বছর প্রেস ক্লাবের নেতৃত্ব দেবেন।
৫৪০ পড়েছেন