• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিদেশে অবস্থান করে দেশ বা সরকার নিয়ে অপপ্রচার করলেই ব্যবস্থা : পররাষ্ট্রমন্ত্রী

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৩
বিদেশে অবস্থান করে দেশ বা সরকার নিয়ে অপপ্রচার করলেই ব্যবস্থা : পররাষ্ট্রমন্ত্রী

বিদেশে অবস্থান করে দেশ বা সরকার নিয়ে অপপ্রচার করলেই ব্যবস্থা : পররাষ্ট্রমন্ত্রী

Sharing is caring!

সিলেট এইজ নিউজ : বিদেশে অবস্থান করে কেউ দেশ বা সরকার নিয়ে অপপ্রচার চালালে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ইতোমধ্যে বিভিন্ন দেশে বাংলাদেশি রাষ্ট্রদূতদের এ বিষয়ে তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২ জানুয়ারি) বেলা ২টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার চিন্তিত নয় বলে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন নির্বাচনের নিয়মেই হবে। সময়মতো এবং সুষ্ঠুভাবে হবে। এখানে সব দল আসলে ভালো, কেউ না আসতে চাইলে না আসবে। গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, কয়েকটা পাগলা বলল ১০ ডিসেম্বরের পর নতুন সরকার হবে। পাগল ছাড়া এটা কেউ বিশ্বাস করে নাই। বাংলাদেশের মানুষ বোকা না।

৫৭০ পড়েছেন