Sharing is caring!
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক এলাকার বাড়ি থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক মামলার ঘটনায় পেশাদার সন্ত্রাসী সাদিকুর রহমান আফজলকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোরে তাকে জগন্নাথপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ। এর আগে সোমবার আফজলের বাবা ও ভাইকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ।
পুলিশের জানায়, গ্রেফতারকৃতদের সোমবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। একইদিন সাদিকুর রহমান আফজলের বাবা-ভাই ছাড়াও অন্যান্য মামলায় আরো ৪ আসামীকে কারাগারে পাঠানো হয়। আসামীরা হলেন, বিস্ফোরক আইনের আসামী উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক (আটঘর) গ্রামের মৃত আব্দুস সমির ছেলে মো. আখলাকুর রহমান (৬৫), মো. আখলাকুর রহমানের ছেলে মো. আমজাদুর রহমান (২০) বাকী আসামীরা হলেন, রানীগঞ্জ সেতুর টুল প্লাজায় হামলার ঘটনায় পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত হাজী নোয়াব আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫০), মাসুক আলী (৪২), মৃত আব্দুল আজিজের ছেলে শফিক মিয়া (৫০), শফিক মিয়ার ছেলে মো. হুসেনুর মিয়া (২০), মৃত সমসুর আলীর ছেলে আছাব আলী (৬০)। গ্রেফতারের সতত্যা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক মামলার আসামী সহ পৃথক অভিযানে ৬জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আজ সোমবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক এলাকার পেশাদার সন্ত্রাসী সাদিকুর রহমান আফজলের বাড়িতে বোমা তৈরির সরঞ্জাম আছে এমন সন্দেহে রোববার সকাল থেকে বাড়িটি ঘিরে রেখে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, আফজলের বাড়িতেগিয়ে তারা বিভিন্ন ইলেক্র্রনিক ডিভাইস, সাদা পাউডার ও যন্ত্রপাতি দেখতে পান। এ বিষয়টি জানার পর জগন্নাথপুর থানার ওসিসহ উর্ধ্বতন পুলিশ অফিসারদের জানালে বিষয়টি বিভিন্ন বোম ডিসপোজাল ইউনিটসহ বিশেষজ্ঞ টিমকে অবহিত করা হলে তারা গত রোববার ডিসপোজাল ইউনিট, স্পেশাল একশন গ্রæপ, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম, ডিএমপি, ঢাকা, এন্টিটেরোরিজম ইউনিট ও সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে এসে পৌছালে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন সূত্রে জানা যায়, সাদিকৃর রহমান আফজল একজন পেশাদার সন্ত্রাসী। সে ২০২০ সালের দুই ফেব্রæয়ারী সিলেট নগরীর বালুচর এলাকা থেকে আগ্নোয়াস্ত্র সহ গ্রেফতার হয়। এছাড়াও ২০২১ সালে সিলেটের ওসমানী নগর উপজেলার গোয়ালা বাজার থেকে দুটি পাইপগান সহ র্যাব-৯ এর হাতে এই চিহ্নিত সন্ত্রাসী আফজল গ্রেফতার হয়। তার বিরুদ্ধে সিলেট সুনামগঞ্জে একাধিক মামলা রয়েছে। এছাড়াও সাদিকুর রহমান আফজল বিভিন্ন সময় ফেইসবুকে সরকার ও দেশবিরোধী বিভিন্ন পোষ্ট দিয়ে থাকে। অভিযানের বিষয়ে, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক বলেন, অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরীর সরঞ্জাম, বিস্ফোরক জাতীয় পাউডার ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা করা হয়।
৪৮১ পড়েছেন