Sharing is caring!
সিলেট এইজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস দাস সিলেট জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় গোয়াইনঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ.মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য সুবাস দাস এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মিনহাজ উদ্দিন, সহ সভাপতি ইমরান হোসেন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, প্রচার সম্পাদক ইলিয়াস আকরাম, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, দপ্তর সম্পাদক রফিক সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহআলম, নির্বাহী সদস্য আব্দুল মালেক, হারুন অর রশিদ, আলী হোসেন, দুর্গেস চন্দ্র সরকার বাপ্পি প্রমুখ।সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে গোয়াইনঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে সিলেট জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য সুবাস দাসকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
৪৮৫ পড়েছেন