Sharing is caring!
সিলেট এইজ : সিলেট-জকিগঞ্জ রুটে বিশৃঙ্খলভাবে বিআরটিসি বাস চলার প্রতিবাদে সিলেট-জকিগঞ্জ রুটে (৩০ নভেম্বর) সোমবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি ঘোষণা করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। শনিবার রাতে নগরীর কদমতলীস্থ সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেন উপস্থিত পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেট-জকিগঞ্জ রুটে হঠাৎ বিআরটিসি বাস চলাচল নিয়ে উত্তেজনা, ৪টির বেশী বাস চলাচল না করা, প্রত্যেকটি বাস আসা যাওয়া বাবদ ১টি করে মোট ৪টি ট্রিপ দেয়ার জন্য আমরা প্রথমে ১১ জানুয়ারী এবং পরবর্তীতে ২৩ জানুয়ারী সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু আজ অবধি আমাদের দাবীর প্রতি কোন তোয়াক্কা না করে গত কয়েকদিন যাবত বিআরটিসি গাড়ীগুলো নিয়ম নীতি না মেনে যত্রতত্র ভাবে পরিচালনা করছে। রোববারের (২৯ জানুয়ারী) মধ্যে আমাদের দাবী বাস্তবায়ন না হলে ৩০ জানুয়ারী সোমবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেট-জকিগঞ্জ রুটে পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করা হবে। এতে সমাধান না হলে সিলেট জেলা পর্যায়ে কঠোর কর্মসূচী পালন করা হবে। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মো: জিয়াউর কবির পলাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সহ-সাধারণ সম্পাদক মবু মিয়া ও কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহ-ুসাধারণ সম্পাদক মো. হিরন মিয়া, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন জুনু, অর্থ সম্পাদক আমিনুজ্জামান জোয়াহির ও দপ্তর সম্পাদক আব্দুর রকিব প্রমূখ। এছাড়া সভায় সংশ্লিষ্ট শাখা কমিটির মালিক শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৫০৫ পড়েছেন