• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ওসি কোতয়ালীর নেতৃত্বে বিশেষ অভিযান : গডফাদার শহীদসহ আটক ৪ ছিনতাইকারী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৩
ওসি কোতয়ালীর নেতৃত্বে বিশেষ অভিযান : গডফাদার শহীদসহ আটক ৪ ছিনতাইকারী

ওসি কোতয়ালীর নেতৃত্বে বিশেষ অভিযান: গডফাদার শহীদসহ আটক ৪ ছিনতাইকারী

Sharing is caring!

সিলেট এইজ নিউজ: সিলেট এসএমপি কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ নেতৃত্বে বিশেষ অভিযানে আটক হয়েছে সিলেট নগরীর চিহ্নিত চারজন ছিনতাইকারীসহ তাদের গডফাদার আব্দুস শহিদ । আজ পুলিশ শুক্রবার দুপুরে কোতয়ালী পুলিশের ওসির নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে শহরের মোবাইল ছিনতাইকারীদের গডফাদার মৌলভীবাজার জেলার সনকাপন গ্রামের বাসিন্দা মৃত নীল মিয়ার ছেলে ও বর্তমান দক্ষিণ সুরমা থানার জৈনপুর গ্রামের বাসিন্দা আব্দুস শহীদকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে আটক করা হয় সুনামগঞ্জ জেলার ছাতক থানার জিগলী রাইতলা গ্রামের বাসিন্দা ও জালালাবাদ থানার বাদেয়ালী গ্রামের নুর উদ্দিনের ছেলে শফিক মিয়া (৩৫)। নগরীর কোতয়ালী থানার খুলিয়াপাড়া নিলীমা আবাসিক এলাকার ১১/১ এর বাসিন্ধা গেদন মিয়ার ছেলে সুজন মিয়া। দক্ষিণ সুরমা এলাকার বরইকান্দি এলাকার কুটি মিয়ার ছেলে পাবেল উরফে আল আমিনকে। আটককৃতরা সিলেট নগরীর বিভিন্ন এলাকায় সঙ্গবদ্ধ ভাবে মোবাইল, মহিলাদের ব্যানেটি ব্যাগ, পকেটের টাকা ছিনতাই করে থাকে। এদের বিরুদ্ধে সিলেট এসএমপি বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলাসহ বিভিন্ন রকম মামলা মোকদ্দমা রয়েছে। এ বিষয়ে সিলেট কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, এরা শহিদের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় মোবাইলসহ ছিনতাই তরে বেড়াতো। ছিনতাইকৃত মোবাইল শহিদ আইএমআই চেঞ্জ করে আবার নগরীর বিভিন্ন মার্কেটে বিক্রি করে দিতো। ছিনতাইকারীরা আটক হলে শহীদ তাদের জামিনের ব্যবস্থা করে দিতো। আজ গোপন সংবাদের ভিত্তিতে এই চার ছিনতাইকারী আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিধি মোতাবেক আদালতে চালান দেওয়া হবে।

৬৬৩ পড়েছেন