Sharing is caring!
স্টাফ রির্পোটার: সিলেট এসএমপির বন্দরবাজার পুলিশ ফাঁড়ির আইসি এসআই সাজেদুল করিমের নেতৃত্বে অভিযান চালিয়ে সিলেট নগরীর আরো চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪টি ধারালো চাকু ও ছিনতাইকৃত মোবাইল সেট উদ্ধার করে পুলিশ। ১৩/০২/২০২৩ইং পরোয়ানা তামিল ও অবৈধ মাদকদ্রব্য এবং অস্ত্র উদ্ধার, ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনাকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আলী মাহমুদ সাহেবের দিক নির্দেশনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিরস্ত্র)/মোঃ সাজেদুল করিম সরকার সঙ্গীয় অফিসার ফোর্স সহ ১৩/০২/২০২৩ইং বিশেষ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধিন করিম উল্লাহ মার্কেট থেকে ধোপাদিঘিরপাড় গামী রাস্তার বামপাশে জেল রোড় গামী রোড়ের প্রবেশ মুখে রাস্তার উপর হইতে এই চার ছিনতাইকারীকে আটক করা হয়।সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মৌলভীবাজার জেলার রাজনগর থানার একামধু গ্রামের নুরুজ্জামানের ছেলে উজ্জল (২৭), সুনামগঞ্জ জেলার ছাতক থানার ঝিকলি গোবিন্দগঞ্জ গ্রামের মৃত আব্দুর নূরের ছেলে আলী নূর (২৬), হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার খাড়াউড়া গ্রামের হরমুজ আলীর ছেলে বুলবুল আহম্মদ (৩৩) ও সিলেট জেলার জৈন্তাপুর থানার ঠাকুরমাটিগ্রামের আখলুছ মিয়ার ছেলে সেলিম (২৫)। এ ঘটনার বিষয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ, এসআই(নিঃ)/মোঃ সাজেদুল করিম সরকার বাদী হইয়া থানায় মামলা দায়ের করেন, কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩৩,(তাং-১৪/০২/২০২৩)ইং। ধারা,আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন সংশোধনী ২০১৯ এর ৪/৫ রুজু করা হয়। উক্ত মামলায় দৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গত এক সপ্তাহ থেকে কোতয়ালী থানার ওসি মোমাম্মদ আলী মাহমুদের নির্দেশে ছিনতাইকারী চক্র গ্রেফতারে নামে কোতয়ালী থানা পুলিশের বিভিন্ন ইউনিট । এর আগেও ছিনতাইকারীচক্রের গডফাদার শহীদসহ চার ছিনতাইকারী কে আটক করে পুলিশ।
৪৬৬ পড়েছেন