• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সংবাদে তথ্যগত ভুলে সিআইডি জোনের এসআই রিপন দেবের নাম চলে আসায় দু:খ প্রকাশ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৩
সংবাদে তথ্যগত ভুলে সিআইডি জোনের এসআই রিপন দেবের নাম চলে আসায় দু:খ প্রকাশ

Sharing is caring!

সংবাদ বিজ্ঞপ্তি: সম্প্রতি ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক ও স্থানীয় কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও সুস্যাল মিডিয়ায় বালাগঞ্জ উপজেলার নিয়মতপুর গ্রামের মৃত লতি নাথের ছেলে বরেন্দ্র নাথ উরফে সাধুবাবু নামক জনৈক কবিরাজের বিরুদ্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। উক্ত সংবাদে সাধুবাবুর দেওয়া তথ্যগত ভুলের কারণে সিআইডি সিলেট জোনে কর্মরত এসআই রিপন দেব’র নাম সংবাদের উল্লেখ হয়। কবিরাজ সাধু বাবুর দেওয়া তথ্যর উপর নির্ভর করে সাংবাদিকরা সংবাদে রিপন দেব’র নাম জড়িয়ে ফেলেন। কিন্তু অনুসন্ধানকালে সাধুর সাথে রিপনের কোন সংশ্লিষ্টতা বা সহযোগীতার বিষয়টি সাংবাদিকরা খোঁজে পাননি। প্রকৃত পক্ষে এসআই রিপনের নানা বাড়ি বালাগঞ্জে হওয়ায় কবিরাজ বরেন্দ্র নাথ উরফে সাধবাবু রিপনের নাম ভাঙ্গিয়ে নিজের প্রতারণার বিষয়টি আড়াল করতে চেয়েছিলো। উক্ত সংবাদটি রিপনের দৃষ্টিতে আসায় উক্ত সংবাদের বিষয়ে রিপনের সাথে কথা হলে সংবাদের একাংশে তার নাম জড়িয়ে ফেলায় সংশ্লিষ্ট প্রতিবেদক তথ্যগত এ ভুলের জন্য দু:খ প্রকাশ করেন। তথ্যগত ভুলের কারণে সংবাদে এসআই রিপন দেবের নাম দেখে বা সংবাদ পড়ে কাউকে ব্রিবত না হওয়ার জন্য অনুরোধ জানান সংশ্লিষ্ট প্রতিবেদক। প্রকৃত পক্ষে বরেন্দ্রসাধু বা সাধুবাবু নামের কারো সাথে এসআই রিপন দেবের কোন যোগযোগ বা সম্পর্ক নেই। রিপনের মামার বাড়ি বালাগঞ্জে হওয়ায় বরেন্দ্র নাথ সাধুবাবু রিপনকে কোন ভাবে চিনতে পারেন। তাই সাংবাদিকদের বিব্রত রিপনের নাম ভাঙ্গিয়ে হুমকি দেন। তাই স্থানীয় প্রশাসনের কাছে আমরা অনুরোধ করবো সাধু বাবু নামের এই কবিরাজের বিরুদ্ধে দ্রুত আইনানানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। এ দিকে রিপন দেব দীর্ঘদিন থেকে সিলেটে সুনামের সাথে চাকরি করে আসছেন, তার বিরুদ্ধে কোন রকম অপকর্ম বা দূর্নীতির অভিযোগ আগেও ছিলোনা এখনো নেই বলে তার একাধিক সহকর্মীর সাথে আলাপকালে জানা যায়।

৪৬৪ পড়েছেন