Sharing is caring!
সিলেট এইজ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক লাখ লোক ভারতসহ বিভিন্ন দেশে যায়। গত বছর প্রায় ২৮ লাখ মানুষ বিদেশে চিকিৎসার জন্য গিয়েছিলেন। তিনি বলেন, দেশে চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করতে হবে। তাহলে মানুষকে আর বিদেশে যেতে হবে না। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সিলেটে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট নগরীর নাইওরপুলস্থ হাসপাতালের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা খাতে সিলেটের প্রচুর সম্ভাবনা রয়েছে। ভারতের সেভেন সিস্টারের সাথে আমাদের ব্যবসা-বাণিজ্য ও সেবার সুযোগ আছে। সিলেটে স্বাস্থ্যসেবার মান উন্নত করতে পারলে ভারত থেকেই রোগী এ অঞ্চলে আসবে। দেশের লোকজনেরও বিদেশমুখী প্রবণতা কমবে। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীএ ছাড়া অনুষ্ঠানে অধ্যাপক ডা. এম এ মতিন, সৈয়দ মুসা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সোলায়মান আহসান তানভীর এবং এমএমএস গ্লোবাল সার্ভিসেসের প্রধান সৈয়দ মাহমুদ মুসা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ মোহাম্মদ মুসা।
৪৪৫ পড়েছেন