Sharing is caring!
সিলেট এইজ : সুনামগঞ্জের তাহিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে খালাতো ভাইয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম হালিম মিয়া। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামের আক্কল আলীর ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন তিনি। জানা যায়, তাহিরপুর সীমান্তবর্তী লাকমা গ্রামের আক্কল আলীর ছেলে কয়লা শ্রমিক হালিম একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে হারুন মিয়ার কাছে টাকা পেতেন। এ পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত বুধবার বিকালে বাড়ির পাশের চায়ের দোকানে বসে হালিম ও হারুন মিয়ার মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একই দিন সন্ধ্যায় আবার হালিম হারুনের বাড়িতে গিয়ে ঝগড়াঝাটি শুরু করে। একপর্যায়ে হারুন ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে মাথার পিছনে হালিমকে কোপ দিয়ে আহত করে। পরে পরিবারের লোকজন আতহ হালিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় হালিমের মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য শাফিল মিয়া জানান, নিহত হালিম ও হারুন আপন খালাতো ভাই। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হারুনের দায়ের আঘাতে হালিম নিহত হয়েছে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে থানায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি।
৪৪৫ পড়েছেন