• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

admin
প্রকাশিত মার্চ ২১, ২০২৩
সিলেটে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

Sharing is caring!

সিলেট এইজ : সিলেটে ২০০৭ ইং একটি হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদাৎ হোসেন প্রামাণিক এ রায় ঘোষণা করেন।যদিও রায় ঘোষণার সময় আদালতে কোনো আসামি উপস্থিত ছিলেন না। দণ্ডপ্রাপ্তরা হলেন,চাঁদপুরের মতলব থানার বইয়েরা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে ও বর্তমানে সিলেট নগরের কানিসাইল এলাকার বাবুল মিয়ার কলোনির বাসিন্দা ঝাড়ু মিয়া, সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার সবুজ মিয়ার ছেলে জাকির ও মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার পাঁচপীর গ্রামের আতর মিয়ার ছেলে লাল মিয়া ওরফে লালু। রায়ের বিষয়টি নিশ্চিত করেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) সরওয়ার আহমদ চৌধুরী। তিনি বলেন, মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে রায় ঘোষণা করা হয়েছে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ২৮ নভেম্বর রাত আটটার দিকে সিলেট নগরীর বন্দরবাজারের সন্ধ্যাবাজার এলাকায় বাইসাইকেল মেরামতকারী আবুল কালাম দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। তিনি সিলেট নগরের কাজীটুলা এলাকার দুলু মিয়ার কলোনির বাসিন্দা। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী সুমনা খাতুন বাদী হয়ে ২৯ নভেম্বর সিলেটের কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।২০০৮ সালের ৯ মে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইদ উদ্দিন আদালতে অভিযোগপত্র দেন। পরবর্তী সময় ২০১১ সালের ১০ ফেব্রুয়ারি এই মামলায় তিনজনকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন কোতোয়ালি থানার এসআই রোকনুজ্জামান। পরবর্তীকালে ২০১৩ সালে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হলে বিচারকার্য শুরু হয়।

৪১৬ পড়েছেন