• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল সম্পন্ন

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৩
সিলেট রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল সম্পন্ন

Sharing is caring!

সিলেট এইজ: সিলেট বন্দরবাজারস্থ রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (৮ এপ্রিল) মার্কেটের ৯ম তলাস্থ হল রুমে ইফতার মাহফিলে অংশ নেন ব্যবসায়ী সমিতির সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ মাকের্টের মালিকগণসহ সর্বস্থরের ব্যবসায়ী বৃন্দসহ নগরীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী বৃন্দ। রাজনৈতিক নেতৃবৃন্দ। দীর্ঘদিন থেকে রংমহল টাওয়ারের ব্যবসায়ীরা সুনামের সাথে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছেন। তাই প্রতি বছরের ন্যায় এবারও সকল ব্যবসায়ীদের সমন্বয়ে মার্কেটের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এই ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতার মাহফিলে মার্কেটের মালিক পক্ষের মধ্যে অনেকে উপস্তিত ছিলেন। ইফতার মাহফিলে দোকান মালিক, দোকানের কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীবৃন্দসহ মার্কেটের সর্বস্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মার্কেট মসজিদের সম্মানিত ইমাম। মার্কেটের আহবায়ক কমিটির সভাপতি সুলতান আহমদ খাঁনের সভাপতিত্বে ও সদস্য সচিব এমদাদ উল্লাহর পরিচালনায়
ইফতার পূর্ববর্তি অনুষ্টানের বক্তব্য রাখেন, সাবেক কমিটির সভাপতি বাহার উদ্দিন, আব্দুল গফুর, রিপন আহমদ, সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক আব্দুল হালিম সাগর। বক্তব্যকালে বক্তারা বলেন, রংমহল টাওয়ার একটি ঐতিহ্যবাহী মার্কেট, এখানে দীর্ঘ দিন থেকে বিভিন্ন এলাকার লোক এসে একটি পরিবারের মতো ব্যবসা বাণিজ্য করে আসছেন। আজকের ইফতার মাহফিলের এই মিলন মেলা প্রমান করে আমরা সকল ব্যবসায়ীরা একই পরিবারের সন্তান। আমরা মনে করি মার্কেটের সকল ব্যবসায়ী একটি পরিবারের সদস্য। মিজান আহমদ,খালেদ আহমদ, গোলজার আহমদ, মতছিন আলী, মাছুম আহমদ প্রমুখ।

৬৭১ পড়েছেন