Sharing is caring!
সিলেট এইজ ডেস্ক: আবারও দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে চাকুসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গতকাল রাত অনুমান ১১টার দিকে গ্পোন সংবাদে সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট মহোদয় ও অফিসার ইনচার্জ এবং পুলিশ পরির্দশক (তদন্ত), দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মো: আবুল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্ত¡র হইতে রেলস্টেশনগামী লিংক রোডস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বীজ ভবন) এর পিছনে পাকা রাস্তার উপর হইতে ছিনতাইয়ের চেষ্টাকালে ঐ ছিনতাইকারীকে আটক করে। আটক ছিনতাইকারীর নাম জুয়েল বাবু (৩২) পিতা-সালাম মোল্লা, সাং-তারাবুনিয়া, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, বর্তমানে-বালুরমাঠ, মুজিব মিয়ার কলোনী, কদমতলী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট এ বসবাস করে আসছিলো।উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ছিনতাইকারী দেহ তল্লাশী করে একটি ১টি টিপ চাকু উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২৭/২০২৩ ইধারা: আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রæত বিচার) আইন, ২০০২ (সংশোধনী/২০১৯) এর ৪/৫ রুজু করা হয়। আসামী’কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।বিষয়টি নিশ্চিত করেছেন জনাব মো: শামসুদ্দোহা, পিপিএম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।
৫৮০ পড়েছেন