Sharing is caring!
সিলেট এইজ : ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল থানার এসআই সুমন চন্দ্র দাস এর নেতৃত্বে গত ১৮ এপ্রিল ২০২৩খ্রি. তারিখ রাতে ফেঞ্চুগঞ্জ থানাধীন বড়াউট জেটিঘাট এলাকা হইতে অয়েছ (৩০), পিতা-মৃত ফিরু মিয়া, সাং-বড়াউট জেটিঘাট, থানা-ফেঞ্চুগঞ্জ, জেলা-সিলেটকে গ্রেফতারপূর্বক তার বসতবাড়ীর উঠানে তার হেফাজত হতে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড, ফেঞ্চুগঞ্জ, সিলেটের বর্জ্যপানি সরবরাহ লাইন নির্মাণ কাজে ব্যবহৃত ৭ ইঞ্চি ব্যাস বিশিষ্ট ১২ ফুট লম্বা লোহার পাইপ একটি, ৯ ফুট লম্বা লোহার পাইপ ২টি এবং ৩০ ফুট ৬ ইঞ্চি লম্বা লোহার পাইপ, মূল্য অনুমান ৪৫ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়। অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় মামলা নাম্বার- ০৬ তারিখ- ১৯/৪/২৩ ধারা-৩৭৯/৪১১ পিসি চুরি মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
৪৬১ পড়েছেন