• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

‘অস্ত্র’ দিয়ে লড়বেন সাবিনা-সানজিদারা

admin
প্রকাশিত মে ৩, ২০২৩
‘অস্ত্র’ দিয়ে লড়বেন সাবিনা-সানজিদারা

Sharing is caring!

সিলেট এইজ:  মাঠে অস্ত্র দিয়ে লড়বেন সাবিনা খাতুন-সানজিদা আক্তাররা। মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগে যে বল দিয়ে খেলবেন তারা, সেই বলের নাম অস্ত্র। এই প্রথম ফিফা অনুমোদিত কোনো বলে বাংলা লেখা থাকছে। এই বল বাংলাদেশের উইমেন ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। বলটি তৈরি করেছে ভারতের নিভিয়া স্পোর্টস। ট্রফি তৈরি হয়েছে ইংল্যান্ডে। ২২ ইঞ্চি ট্রফিটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে কপার, সিলভার এবং ১৮ ক্যারেট সোনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও কে স্পোর্টসের আয়োজনে ১৫ মে ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার কথা রয়েছে।  তবে বাফুফে সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক পিছিয়ে যেতে পারে লিগ। চার দল নিয়ে অনুষ্ঠেয় লিগের পোশাকি নাম বাংলাদেশ উইমেন সুপার লিগ।

৩৮৯ পড়েছেন