• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে এক অফিস সহকারীর বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ

admin
প্রকাশিত মে ৪, ২০২৩
জগন্নাথপুরে এক অফিস সহকারীর বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ

Sharing is caring!

সিলেট এইজ নিউজ : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে উপজেলার অফিস সহকারী আব্দুল কুদ্দুস বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল।বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার অফিস সহকারী আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে মোবাইলে মেসেজ ও ফোনে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার কথায় রাজি না হওয়ায় চাকরি খেয়ে ফেলবে বলেও হুমকি দেয়। অবশেষে নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।  এ ব্যাপারে অভিযোগকারী সহকারী শিক্ষকা বলেন, আমি এখন সাংবাদিকদের কিছু বলবো না। আমি ইউএনও বরাবরে অভিযোগ দিয়েছি। আমি এর সঠিক বিচার চাই।উপজেলা পরিষদে চেয়ারম্যান আবুল হোসেন লালন বলেন, একজন সহকারী শিক্ষকা অভিযোগ করেছেন। আমরা তদন্ত কমিটি করে দিয়েছি।উপজেলা সহকারী শিক্ষা অফিসার তদন্ত কর্মকর্তা রাপ্রুচাই মারমা বলেন, সহকারী শিক্ষকার সাথে একটা ঝামেলা হয়েছে। আমাকে তদন্ত কমিটিতে রাখা হয়েছে।  তদন্ত কমিটির প্রধান এলজিডি’র কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, সহকারী শিক্ষকার অভিযোগে আমাকে প্রধান করে তিন সদস্য কমিটির করা হয়। বৃহম্পতিবার থেকে তদন্ত কাজ শুরু হবে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তিন সদস্য কমিটি করে দিয়েছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি জানাজানি হলে শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান বলেন, তাকে তাহিরপুর স্ট্র্যান্ড রিলিজ করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে অফিস সহকারী আব্দুল কুদ্দুস মুঠোফোনে একাধিকবার কল করা হলে ফোনটি বন্ধ থাকায় আলাপ করা সম্ভব হয় নাই।

৪২৫ পড়েছেন