Sharing is caring!
সিলেট এইজ : সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলায় সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, দস্যুতা, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, খুন, ধর্ষণ ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ সিলেট সবার্ধিক গুরুত্ব দিয়ে আসছে। জানা যায়, সিলেটের কোম্পানীগঞ্জ থানার পূর্ব ঢালারপাড় (মুলকপুর) গ্রামের আমির হোসেনের ছেলে মোঃ একরাম হোসেন (২২) রাত ১০টার দিকে প্রতিদিনের ন্যায় চকরবাজারস্থ চায়ের দোকান হতে একই গ্রামের সরাফত আলীর ছেলে তার বন্ধু তোফাজ্জ হোসেনকে সাথে নিয়ে নিজ বাড়ীর উদ্দেশ্যে বাইসাইকেল যোগে রওয়ান হন। রাত সাড়ে ১০টার দিকে মুলুকপুর গ্রামের মাটিকাফা কাল এলাকায় পৌঁছামাত্র আগে থেকে ওৎপেতে থাকা ৩/৪ জন মুখোশধারী লোক বাই সাইকেলের গতিরোধ করে দাঁড়ায়। তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র ধারালো ছুরি, রাম দা ও চাকু ইত্যাদি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে একরামের সাথে থাকা ২,৪৮০/- টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনার পর ১৩ মে মোঃ একরাম হোসেন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানা ২ জনের নাম উল্লেখ করে এবং ২ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি ছিনতাই মামলা দায়ের করেন। যার নং- ০৯। ধারা- ৩৯৪ পেনাল কোড। মামলা দায়ের পর কোম্পানীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামী সিলেটের কোম্পানীগঞ্জ থানার পুরান মঘরগাঁও গ্রামের মোঃ আব্দুল বাছেদ এর ছেলে (১) মোঃ কামরুল হোসেন (২০) ও উত্তর রাজনগর গ্রামের মোঃ শিব্বির আহমদ (২) মোঃ সোলাইমান-কে গ্রেফতা করার পর তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং ৫৩০ টাকা উদ্ধার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এসআই মাসুদ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আরেক আসামী পুরান মেঘেরগাঁওয়ের মৃত সুরুজ আলীর ছেলে মোঃ তোফাজ্জল হোসেন (২২)কে গ্রেফতার করে তার কাজ থেকে ছিনতাইকৃত একটি মোবাইল এবং ১৯৫০ টাকা এবং দস্যুতার কাজে ব্যবহৃত একটি লোহার তৈরি ছুরিসহ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজ্ঞপ্তি
৩৭৮ পড়েছেন