Sharing is caring!
সিলেট এইজ : সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া সীমান্তে চোরাচালান রোধ, চোরাচালানের সহিত জড়িত অপরাধ ও চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ মে ২০২৩ তারিখ রাত ২২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জের ০৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন এর অন্তর্গত পূর্ণাচ্ছগ্রাম এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে খাগাইল থেকে তোয়াকুল যাওয়ার রাস্তার বালিদ্বার ব্রীজ এর নিকট থেকে এএসআই(নিঃ) মোঃ জিতু মিয়া সঙ্গীয় ফোর্সসহ ৬০ বস্তা ভারতীয় চিনি এবং চিনি পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি ডিআই পিকআপসহ ০৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ শেখ উদ্দিন(৫১), পিতা-মৃত মকবুল আলী, ২। আব্দুর রহিম(২১), পিতা-কুতুব উদ্দিন, উভয় সাং -দলইরগাঁও মাঝপাড়া, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট এবং ৩। শাহ আরফিন (১৯), পিতা-আব্দুল ছত্তার ওরফে কালা মিয়া, সাং-কালাইগুল, থানা-রাজনগর, জেলা- মৌলভীবাজার। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা উক্ত মালামালসমূহ বিক্রয়ের জন্য ভকরত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনিয়া নিজেদের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে।গ্রেপ্তারকৃত আসামী ও অজ্ঞাতনামা ১/২ জন আসামীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয় যার মামলা নং-২৩, তারিখ-২৯/০৫/২৩, ধারা- The Special Power Act, 1974 এর 25B এর 1(b)। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
৫৫৩ পড়েছেন