Sharing is caring!
সিলেট এইজ : সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চুরি, ডাকাতি ও অন্যান্য সঙ্গবদ্ধ অপরাধী গ্রেফতারে জেলা পুলিশ সবার্ধিক গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায়, অদ্য ০২ জুন ২০২৩খ্রিঃ রাতে কোম্পানিগঞ্জ থানার এসআই আজিজুর রহমান, এসআই সুরঞ্জিত তালুকদার, এসআই মাসুদ আহমেদ ও এসআই জনার্দন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ কোম্পানীগঞ্জ থানার ২ নং পূর্ব ইসলাম ও ৫ নং উত্তর রণিখাই ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে জিআর ১২২/১৬ এর পরোয়ানাভূক্ত দীর্ঘদিন পলাতক সাজাপ্রাপ্ত আসামী গোলজার, পিতা-আইয়ুব আলী, সাং-শিবনগর, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটকে রণিখাই এলাকা হতে গ্রেফতার করে। সে উক্ত পরোয়ানামূলে ৪ বছর বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ৫০০০ টাকা জরিমানা প্রাপ্ত আসামী। এছাড়াও একই মামলায় আরো দুইজন সাজা পরোয়ানাভূক্ত আসামীকে শিবনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা হলেন আক্তার মিয়া, পিতা-তৈয়ব আলী, সাং-শিবনগর, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট এবং গিয়াস উদ্দিন, পিতা-মৃত ছিদ্দিক আলী, সাং-শিবনগর, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট। তারা উভয়ই উক্ত মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত এবং ১০০০ টাকা জরিমানা প্রাপ্ত আসামী। আসামী আক্তার মিয়ার বিরুদ্ধে নিম্নোক্ত মামলা রয়েছে , ১। সিলেট এর কোম্পানীগঞ্জ থানার এফআইআর নং-২, তারিখ- ০১ জুলাই, ২০১৬;ধারা- ৩৭৯/১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৮০/৪২৭ পেনাল কোড-১৮৬০, এজাহারে অভিযুক্ত
২। সিলেট এর কোম্পানীগঞ্জ থানার এফআইআর নং-৩, তারিখ- ০৪ অক্টোবর, ২০১৫;ধারা- ১৪৩/৪৪৭/৩৭৯/৪27/506/154/৩৪ পেনাল কোড-১৮৬০; এজাহারে অভিযুক্ত বিবাদী- ৩। সিলেট এর কোম্পানীগঞ্জ থানার এফআইআর নং-৪, তারিখ- ০৭ জুন, ২০১৫;ধারা- ৩৭৯/১৪৩/৩২৩/৩২৫/৩০৭/154/506 পেনাল কোড-১৮৬০; এজাহারে অভিযুক্ত বিবাদী। এছাড়া এসআই আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নারীশিশু ৭২৭/২২ এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ কবির হোসেন(৩০), পিতা-আবু রহমান, সাং-ইসলামপুর,থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটকে ইসলামপুর এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সিলেট এর কোম্পানীগঞ্জ থানার এফআইআর নং-৭, তারিখ- ১৩ এপ্রিল, ২০১৯; জি আর নং-৭০/১৯, ধারা- ১৪৩/৩৩২/৩৫৩/১৮৬/৩৪ পেনালকোড তৎসহ ১৫(৩)/২৫-D ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন রয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
৫৫২ পড়েছেন