Sharing is caring!
সিলেট এইজ : সিলেটের গোলাপগঞ্জে পরোয়ানাভূক্ত ৪জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৭জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো : উপজেলার বাদে রনকেলী এলাকার কামাল উদ্দিনের ছেলে জানে আলম (৩৫), ঘোষগাঁও (টিলাবাড়ী) এলাকার মৃত মখদ্দছ আলীর ছেলে মো: ফখরুল ইসলাম (৫২), ফখরুল ইসলামের স্ত্রী সাকিয়া বেগম (৩৫) ও একই গ্রামের মো. নজরুল ইসলাম (৫০)। পুলিশ জানায়, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চুরি, ডাকাতি ও অন্যান্য সঙ্গবদ্ধ অপরাধী গ্রেফতারে পুলিশ সবার্ধিক গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৭জুন) গোলাপগঞ্জ থানার এসআই সৈয়দ জহির আলী, এসআই পার্থ, এএসআই প্রনয় ও এএসআই মহিউদ্দিনসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক।
৫১৫ পড়েছেন