• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পদ্মা সেতু দক্ষিণ থানার ২ কর্মকর্তা সাসপেন্ড

admin
প্রকাশিত জুন ১৬, ২০২৩
পদ্মা সেতু দক্ষিণ থানার ২ কর্মকর্তা সাসপেন্ড

Sharing is caring!

সিলেট এইজ: জামিনে থাকা আসামিকে হেফাজতে নিয়ে নির্যাতন এবং অর্থ আদায়ের অভিযোগ ওঠার পর শরীয়তপুরের জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানার দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। গত বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তর থেকে দেওয়া আদেশটি শুক্রবার সন্ধ্যায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছায়। সাময়িক বরখাস্ত দুই কর্মকর্তা হলেন– থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদ। তাঁদের মধ্যে মোস্তাফিজুরকে চট্টগ্রাম এবং সুরুজ উদ্দিনকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। এর আগে ৭ জুন মোস্তাফিজুরকে পদ্মা সেতু দক্ষিণ থানা থেকে বদলি করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছিল অভিযোগ, ছিনতাই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে থাকা চার আসামি– সাদ্দাম চোকদার, বকুল চোকদার, সাইদুল শেখ ও আনোয়ারকে গত ৩০ মে ঢাকার কেরানীগঞ্জ থেকে আটক করে পদ্মা দক্ষিণ থানায় নিয়ে যান অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির ও ওসি মোস্তাফিজুর রহমান। পরে তাঁদের নির্যাতন করে ৭২ লাখ টাকার চেক লিখে নেওয়া হয়। এ ঘটনায় শরীয়তপুর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। তবে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনিরের বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ বদিউজ্জামান বলেন, ২ জুন থেকে ঘটনাটি তদন্ত করছি। গতকাল তদন্ত প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দিয়েছি। শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল হক বলেন, পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের শরীয়তপুর থেকে অন্যত্র সংযুক্ত করা হয়েছে। নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। পরে এ বিষয়ে জানানো হবে।

৩৬৯ পড়েছেন