• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান

admin
প্রকাশিত জুন ২৭, ২০২৩
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান

Sharing is caring!

সিলেট এইজ : আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অভিযান। আগামী ৭ অক্টোবর ম্যাচটি হবে ধর্মশালায়। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটিও খেলবে হিমাচলের এই ভেন্যুতে। ১০ অক্টোবর সেই ম্যাচে তামিম ইকবালদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ৬টি ভেন্যুতে হবে বাংলাদেশের ৯ ম্যাচ, দুটি করে ম্যাচ আছে ধর্মশালা, পুনে ও কলকাতায়। বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচ খেলবে ১৪ অক্টোবর চেন্নাইতে। যেখানে প্রতিপক্ষ আগের আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। বাংলাদেশের চতুর্থ ম্যাচ আয়োজক ভারতের বিপক্ষে। ১৯ অক্টোবর পুনেতে হবে ম্যাচটি। ২৪ অক্টোবর মুম্বাইতে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। কলকাতায় কোয়ালিফায়ারের এক নম্বর দলের সঙ্গে বাংলাদেশ খেলবে ২৮ অক্টোবর। একই ভেন্যুতে পাকিস্তানের সঙ্গে আরেকটি হাইভোল্টেজ ম্যাচ ৩১ অক্টোবর। দুই নম্বর কোয়ালিফায়ার দলের দিল্লিতে ৬ নভেম্বর বাংলাদেশের আরেকটি ম্যাচ। বাংলাদেশের শেষ ম্যাচ ১২ নভেম্বর অস্ট্রেলিয়ার সঙ্গে, পুনেতে। ওই দিনই ইংল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের খেলা। ৪৬ দিনের এই মেগা ইভেন্ট হবে ১০টি ভেন্যুতে। ১০ দল প্রত্যেকে একে অন্যের সঙ্গে লড়বে রাউন্ড রবিন ফরম্যাটে। শীর্ষ চারটি দল নিয়ে সেমিফাইনাল হবে ১৫ ও ১৬ নভেম্বর, ভেন্যু মুম্বাই ও কলকাতা। ফাইনাল ১৯ নভেম্বর আহমেদাবাদে।

বাংলাদেশের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সূচি-

বাংলাদেশ-আফগানিস্তান (ধর্মশালা, ৭ অক্টোবর)

বাংলাদেশ-ইংল্যান্ড (ধর্মশালা, ১০ অক্টোবর)

বাংলাদেশ-নিউজিল্যান্ড (চেন্নাই, ১৪ অক্টোবর)

বাংলাদেশ-ভারত (পুনে, ১৯ অক্টোবর)

বাংলাদেশ-সাউথ আফ্রিকা (মুম্বাই, ২৪ অক্টোবর)

বাংলাদেশ-কোয়ালিফায়ার ১ (কলকাতা, ২৮ অক্টোবর)

বাংলাদেশ-পাকিস্তান (কলকাতা, ৩১ অক্টোবর)

বাংলাদেশ-কোয়ালিফায়ার ২ (দিল্লি, ৬ নভেম্বর)

বাংলাদেশ-অস্ট্রেলিয়া (পুনে, ১২ নভেম্বর)

৫০৯ পড়েছেন