• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চেয়ারকে কেয়ার করি না, দেশ থেকে বিজেপির বিদায় চাই: মমতা

admin
প্রকাশিত জুলাই ২১, ২০২৩
চেয়ারকে কেয়ার করি না, দেশ থেকে বিজেপির বিদায় চাই: মমতা

Sharing is caring!

আন্তর্জাতিক ডেস্ক: ‘চেয়ারকে কেয়ার করি না, দেশ থেকে বিজেপির বিদায় চাই’ আসন্ন ২০২৪-এর লোকসভার নির্বাচনের আগে বছরের সব থেকে বড় সমাবেশ থেকে জাতীয় স্তরের জোট সঙ্গীদের বড় বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলা চত্বরে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতিবছরের মতোই বৃহৎ সমাবেশের আয়োজন করে মমতার দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পরে এই সমাবেশ ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি খুশি, ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে আমরা ইন্ডিয়া নামে একটি জোট তৈরি করতে পেরেছি। আমরা চেয়ারের কেয়ার করি না। কোনো চেয়ার আমাদের চাই না। আমরা পরিষ্কার বলছি, আমরা চাই বিজেপি দেশ থেকে রাজনৈতিকভাবে বিদায় নিক। কারণ বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না। তারা সব সীমা লঙ্ঘন করেছে। তৃণমূল নেত্রী বলেন, আজ ভারতবর্ষে যে লড়াই হোক না কেন, সব ইন্ডিয়ার ব্যানারে হবে। জিতেগা ইন্ডিয়া, এই ব্যানারে হবে। জয় ইন্ডিয়া স্লোগানকে জনপ্রিয় করে তুলতে হবে। এ সময় ইন্ডিয়া জোট গঠনের জন্য শরিক ২৬টি দলকে ধন্যবাদ জানান মমতা। তিনি বলেন, ইন্ডিয়া লড়বে আর তৃণমূল কংগ্রেস পাশে ঝান্ডা নিয়ে সৈনিকের মতো দাঁড়িয়ে থাকবে। আমাদের চাওয়ার কিছু নেই। আমাদের একটাই চাওয়া, মোদি হারুক, ইন্ডিয়া জিতুক। এ সময় মণিপুরের সহিংসতাকে কেন্দ্র করে বিজেপি সরকারকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে বেটিকে জ্বালানো হচ্ছে। মণিপুর জ্বলছে, সারা দেশ জ্বলছে। মহিলাদের ইজ্জত লুট করা হচ্ছে। আমরা স্যালুট জানাই মণিপুরের মানুষকে। বাংলা ও ইন্ডিয়ার পক্ষ থেকে। এদিন একশো দিনের কাজের বকেয়া টাকার প্রসঙ্গ তুলে রাজ্যের নতুন রোজগার প্রকল্প খোলার ঘোষণা দেন মমতা। একই সঙ্গে বয়স্ক মানুষদের জন্য রাজ্যে ওল্ডেজ পেনশন চালু করার ব্যাপারেও চিন্তাভাবনার কথা জানান। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মমতার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন একুশের মঞ্চে দাঁড়িয়ে একশো দিনের টাকা আদায়ে ‘দিল্লি চলো’ কর্মসূচির ঘোষণা দেন। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতেই বাংলার মানুষকে নিয়ে দিল্লি যাবেন তিনি। জানান কৃষি ভবনের বাইরে অবস্থান বিক্ষোভে বসবেন তিনি। একইসঙ্গে আগামী ৫ জুলাই, শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা অবধি কেন্দ্রের বকেয়া ১০০ দিনের টাকার দাবিতে রাজ্যের প্রতিটি ব্লকে এবং পৌরসভায় বিজেপি নেতৃত্বে দের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ ও বাড়ি ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন অভিষেক।

৩৫৯ পড়েছেন