• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ভারতীয় চিনি জব্দ, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৭

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৩
সুনামগঞ্জে ভারতীয় চিনি জব্দ, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৭

Sharing is caring!

সিলেট এইজ : সুনামগঞ্জের মধ্যনগরে ১৬১ বস্তা ভারতীয় আমদানি নিষিদ্ধ চিনি, একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা জব্দ ও এক ইউপি সদস্যসহ সাত চোরাকারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মনাই নদীর জামগড়া খাল থেকে এ চালান আটক করা হয়। ওই ইঞ্জিনচালিত নৌকায় চিনির বস্তাগুলো আনা হচ্ছিল। আটককৃত চোরাকারবারিরা হলেন- বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের মনফর আলীর ছেলে ও ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুজিবুর রহমান (৪৫), একই গ্রামের আইয়ুব আলীর ছেলে জহুরুল আলম (৪২), রমজান আলীর ছেলে কালু মিয়া (৩৩), আব্দুল আলীর ছেলে আহাদ মিয়া (৫৭), কলতাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মারুফ মিয়া (২২), ঘিলাগড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৩৩) ও লক্ষীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. মুক্তার হোসেন (৩৪)। জব্দকৃত চিনির বাজারমূল্য সাত লাখ ২৪ হাজার ৫০০ টাকা। বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরনবী তালুকদারের কাছে গ্রেপ্তারকৃত ইউপি সদস্য মুজিবুর রহমান প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন,’মুজিবুর রহমান আমার ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তবে রাতের আধারে কে কি করে তা দেখা আমার বিষয় না।’ মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, গ্রেপ্তারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। ‘

৩৬১ পড়েছেন