• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিনেমায় পুরোদমে রাজনীতি ঢুকে গেছে: ওমর সানী

admin
প্রকাশিত মে ৭, ২০২৪
সিনেমায় পুরোদমে রাজনীতি ঢুকে গেছে: ওমর সানী

Sharing is caring!

স্টাফ রির্পোটার: ঢালিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। অসংখ্য সুপারহিট হিট সিনেমা উপহার দিয়ে ভক্ত-অনুরাগীদের মন জয় করেছেন বহু আগেই। বর্তমানে ব্যবসা নিয়েই ব্যস্ত তিনি। এই অভিনেতার আজ জন্মদিন। তবে জন্মদিনে এবার কোনো বিশেষ আয়োজন রাখেননি বলেও জানান অভিনেতা। বিশেষ এই দিনে সিনেমাসহ নানাবিধ প্রসঙ্গ নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ওমর সানী। তিনি জানালেন, বর্তমান চলচ্চিত্রের অবস্থা অনেক খারাপ।  সিনেমায় পুরোদমে রাজনীতি ঢুকে গেছে।
ওমর সানী বলেন, ‘বর্তমান সিনেমার অবস্থা নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে। তাছাড়া এসব বিষয় নিয়ে কথা বলতেও চাই না। যদি বলি, বর্তমান চলচ্চিত্রের অবস্থা কেমন, আমি বলব, অনেক অনেক খারাপ। কিছু খারাপ মানুষ এখানে ভিড়ে জায়গাটি নষ্ট করে ফেলেছে। সিনেমায় পুরোদমে রাজনীতি ঢুকে গেছে। আর আমার সঙ্গে এসব রাজনীতি যায় না। এসব কারণে আর এখানে কাজ করতে ইচ্ছা হয় না। এখন যারা এর সঙ্গে যুক্ত আছেন, তাদের জিজ্ঞেস করলে এসব সমস্যার বিষয়ে ভালো বলতে পারবেন। আমরা এখন কোনো সমিতির মধ্যেও নেই, তাই এসব নিয়ে আর কোনো ডিসকাশনও করি না। ’
চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে ওমর সানীর নতুন সিনেমা ‘ডেডবডি’। কেমন সাড়া পাচ্ছে সিনেমাটি, এই প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘খুব বেশি একটা খবর নেইনি। যা খবর পাচ্ছি, বেশ ভালোই যাচ্ছে। সবাই তো ভালোই বলছে। এখন ওভারঅল কি সেটা আপনারাই (সাংবাদিক) ভালো বলতে পারেন। তবে যেটুকু খবর পাচ্ছি বেশ ভালো যাচ্ছে। বাকিটা দর্শকদের ওপর। আমরা খুব ভালো কাজ করেছি। আমি চাই দর্শক দেখুক। তারা আবার প্রেক্ষাগৃহে আসুক, বাংলা সিনেমা দেখুক। ’বর্তমানে ব্যবসা নিয়েই ব্যস্ত এই অভিনেতা। জানালেন এমনটাই। ওমর সানী বলেন, ‘আমার বিজনেস নিয়েই ব্যস্ত আছি। তাছাড়া আর কিছু করছি না। আর সিনেমাসংশ্লিষ্ট কোনো কাজের ব্যস্ততা নেই এখন। আমি খুব অল্প কাজ করি। সেটা নিয়েই সন্তুষ্ট। সামনে যখন নতুন কোনো কাজ করব তখন জানাব। ’

১৯৪ পড়েছেন