• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ধৈর্য্যধারণের মাধ্যমে বিজয় পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে হবে : ছাতকে মিজান চৌধুরী

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০২৪
ধৈর্য্যধারণের মাধ্যমে বিজয় পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে হবে : ছাতকে মিজান চৌধুরী

Sharing is caring!

ছাতক প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেছেন, ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাকশালী সরকারের শুধু পতন হয়নি, খুনী হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। দেশের মানুষ দেশের মালিকানা খুঁজে পেয়েছে। এই বিজয় ছাত্রজনতার বিজয়, এ বিজয় মুক্তিকামী জনতার বিজয়। এখন আওয়ামী লুটপাটে ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠনে আত্মনিয়োগ করতে হবে। কোন ধ্বংসযজ্ঞ বিশৃঙ্খলা নয়, ধৈর্য্যধারণের মাধ্যমে বিজয় পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে হবে। মতিনি মঙ্গলবার দিনভর সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার পৃথক স্থানে দলীয় নেতাকর্মী ও ছাত্রজনতার পৃথক বিজয় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পৃথক মিছিল সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। মছাতক উপজেলায় বিজয় মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মুহি, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হুরায়রা সুরত সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। মদোয়ারাবাজার উপজেলায় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মাষ্টার, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার, সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান হারুন উর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খুরশেদ আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির আহমদ, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা আজিজ, বুগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তায়বুর রহমান তাইবুর প্রমূখ।

১৮৭ পড়েছেন