• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটের সাবেক মন্ত্রী ইমরানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক

admin
প্রকাশিত আগস্ট ২০, ২০২৪
সিলেটের সাবেক মন্ত্রী ইমরানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক

Sharing is caring!

স্টাফ রির্পোটার: আওয়ামী লীগের সাবেক ১৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও ২৩ সাবেক সংসদ সদস্যসহ মোট ৪১ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতা, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং সিলেট-৪ আসনের সাবেক এমপি ইমরান আহমদ। তিনি ছাড়া অন্য সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীরা হলেন, সিলেট-৪ আসন (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ) থেকে ইমরান আহমদ ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে রেকর্ড করেন। তবে আওয়ামী লীগ শাসনামলের শেষ ৩ নির্বাচন ছিলো প্রশ্নবিদ্ধ। ইমরান আহমদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৬ সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। ১৯৪৮ সালের ২২ ফেব্রুয়ারি ভারতের আম্বালায় জন্মগ্রহণ করেন ইমরান। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে ২ লাখ ২৩ হাজার ৬৭২টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন ইমরান আহমদ। একাদশ জাতীয় সংসদে মন্ত্রিসভায় প্রথম তিনি প্রতিমন্ত্রী পরে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এর আগে ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সর্বপ্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী নাজিম কামরান চৌধুরীকে পরাজিত করে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এই আসন থেকে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হন তিনি। তবে এসময় তাকে কোনো মন্ত্রণালয় দেওয়া হয়নি।

১০৮ পড়েছেন