• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারের বড়লেখায় জামায়াতের সীরাত শীর্ষক আলোচনা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৪
মৌলভীবাজারের বড়লেখায় জামায়াতের সীরাত শীর্ষক আলোচনা

মৌলভীবাজারের বড়লেখায় জামায়াতের সীরাত শীর্ষক আলোচনা

Sharing is caring!

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, রাসুল (সাঃ) এসেছিলেন ইসলামকে বিজয়ী করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে দিয়েছেন যে, তিনিই তাঁর রাসুলকে প্রেরণ করেছেন হেদায়াত ও সত্য দ্বীনসহ সকল দ্বীনের উপর তাকে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। রাসুলুল্লাহ (সা.) সেই দায়িত্ব সফলভাবে আঞ্জাম দিয়েছেন। অন্ধকারে ডুবে থাকা জাতিকে হেদায়াতের আলোকচ্ছটায় উদ্ভাসিত করেছেন। সত্য ও সুন্দরের প্রচারে অগ্রণী ও অতুলনীয় ভূমিকা রেখেছেন। সকল মতাদর্শের উপর ইসলামকে শ্রেষ্ঠ ও বিজয়ী হিসেবে আত্মপ্রকাশের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন।

তিনি সোমবার রাতে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় দক্ষিণভাগ ইউনিয়নের কামিলপুরে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনী শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে কামিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে আলোচনা পেশ করেন উপজেলা জামায়াতের আমীর জননেতা এমাদুল ইসলাম ও বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ইসলাম উদ্দীন।

ছাত্রনেতা তাওহীদুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মাওলানা আবু জাফর মুহাম্মদ বেলাল, মুহাম্মদ আব্দুল্লাহ, আব্দুল খালিক, মাওলানা আব্দুল হাকীম ও মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।

প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, দ্বীনের পথে অবিচল থাকার চেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহর কাছে তাওফীক কামনা করতে হবে। অনুকূল কিংবা প্রতিকূল সর্বাবস্থায় সক্রিয় ভূমিকা পালনের চেষ্টা জোরদার রাখতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী গতানুগতিক কোনো রাজনৈতিক সংগঠন নয়। আদর্শিক একটি কাফেলা। অন্যায় অবিচারের মূলোৎপাটন করে সুবিচার প্রতিষ্ঠায় অবিরাম পরিশ্রম করে যাচ্ছে আল-হামদুলিল্লাহ। আপামর সাধারণ এগিয়ে আসলে কাঙ্খিত মানযিলে পৌঁছা সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ।

১৪২ পড়েছেন