Sharing is caring!
বদলি করা হয়েছে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ আবদুন নাসেরকে । তার স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লাকে। মীর নাসেরকে গোলাপগঞ্জ থানার ওসি থেকে সিআইডিতে বদলি করা হয়েছে।
গোলাপগঞ্জের নতুন ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা গত ২৭ অক্টোবর ও মো. আশরাফ উজ্জামানকে ১৭ অক্টোবর পৃথক অফিস আদেশে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সিলেট রেঞ্জ কার্যালয়ে বদলি করা হয়।
শনিবার (২ নভেম্বর) সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে তাঁকে গোলাপগঞ্জে পদায়ন করা হয়।
একই আদেশে পুলিশ পরিদর্শক মো. আশরাফ উজ্জামানকে সিলেট জেলা গোয়েন্দা শাখার উত্তর জোনে পদায়ন করা হয়েছে।
এদিকে ২৭ অক্টোবর পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এর পার্সোনেল ম্যানেজমেন্ট-২ এর এক প্রজ্ঞাপনে গোলাপগঞ্জের ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসেরকে সিআইডি বদলি করা হয়েছে।
৬৪ পড়েছেন