Sharing is caring!
কুলাউড়ায় এক ইউপি চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন লেবু ও লোকমান মিয়া।
শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে রবিবার (১০ নভেম্বর) দুপুরে তাদেরকে কারাগারে প্রেরণ করে পুলিশ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। শনিবার দিবাগত রাতে জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
৩৪ পড়েছেন