Sharing is caring!
সিলেটের ধোপাদিঘীরপাড়স্থ ‘রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিঃ’ থেকে বিভিন্ন জিনিস নিয়ে যায় একটি চোর চক্র। এ ঘটনার ৮ দিন চুরির মালামালসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- মহানগরীর সওদাগরটুলা এলাকার আলমগীর মিয়ার ছেলে মো. বরকত উল্লাহ (২০) ও সিলেট সদর উপজেলার দাসপাড়া এলাকার মো. আব্দুল মান্নান শেখের ছেলে মো. সুজন শেখ (৩২)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ১০ নভেম্বর রাত ৩টা ৫০ মিনিটির দিকে মহানগরীর ধোপাদিঘীরপাড়স্থ ‘রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিঃ’ হতে ২ লাখ ৫০ হাজারন টাকার মালামাল অজ্ঞাতনামা চোরেরা চুরি করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশ ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাজনপট্টি এলাকা থেকে বরকত ও সুজন শেখকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে চোরাইকৃত মালামাল ধোপাদিঘীরপাড়স্থ পাবলিক টয়লেটের স্লাবের উপর থেকে উদ্ধার করা হয়। উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
২৬ পড়েছেন