Sharing is caring!
জুলাই হত্যাকান্ডের বিচার ও পাঁচ দফা দাবিতে ‘প্লাটফর্ম ফর জুলাই জাস্টিসের’ প্রতীকী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়।
পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সজিব আহমেদ বলেন, ‘জুলাই বিপ¬বের সময়ে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্তৃক চালানো গণহত্যার দ্রুত বিচার করতেই আমাদের এই আয়োজন।
এসময় তারা ৫ দফা দাবি তুলে ধরেন। দাবি সমূহ হলো- বিশেষ ট্রাইবুনাল গঠন করে জুলাই হত্যাকান্ডের বিচার করা, শহীদ (মিসিংসহ) ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা, রাষ্ট্রীয়ভাবে আহতেদর চিকিৎসা, পঙ্গুত্ববরণকারীদের ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিশ্চিত করা, স্বাধীনতা পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠিত প্রতিটি ছাত্রহত্যা ও সন্ত্রাসী কর্মকান্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার করা, জুলাই শহীদের স্মরণে দেশব্যাপী স্মৃতিফলক নির্মাণ করে শহীদদের চেতনা সমুন্নত রাখতে বিচারবহির্ভূত হত্যা বন্ধ করা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতসহ সকল নিপীড়নমূলক আইন বাতিল করা।
২৬ পড়েছেন