Sharing is caring!
স্টাফ রির্পোটার: চাঁদা না দেয়াতে স্বপন গ্রুপের সন্ত্রাসী হামলায় শ্রমিকরা আহত ।
জাফলংয়ে বারকি শ্রমিকরা চাঁদা না দেয়াতে জেলা বিএনপির বহিষ্কার নেতা শাহ্ আলম স্বপন গ্রুপের সন্ত্রাসী হামলা চালায় নিরীহ শ্রমিকদের উপর।
সরেজমিন জানা যায়, হামলায় আহত শ্রমিকরা বল্লাঘাট নদীর পশ্চিম পাড়ে লন্ডন বাজারের বাসিন্দা । হামলায় অনেক নীরিহ বারকি শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
আহত শ্রমিকরা বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ্ আলম স্বপন গ্রুপের চাঁদাবাজরা এসে প্রতি নৌকা থেকে ২০০ টাকা চাদাঁ দিতে হবে ,না হলে বালু তুলতে দিবে না। চাঁদাবাজরা বলে আমাদের লিডার শাহ্ আলম স্বপন ভাই বহু কষ্ট করে এই কোয়ারী খুলেছেন, প্রশসানকে টাকা না দিলে বন্ধ হয়ে যবে বালু উত্তোলন।
স্বপন বাহিনীর ক্যাডারদের দাবী সোজা কথা চাঁদা দিলে বালু তুলতে পারবে, না হয় নৌকায় নিয়ে বাড়িতে চলে যাও। চাদাঁবাজদের কথা না শুনায় নিরীহ শ্রমিদের উপর এই সন্রাসী হামলা চালানো হয়। আহত শ্রমিকরা বর্তমানে গোয়ানঘাট উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । গুরুত্বর আহত শ্রমিকদের চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়েছে ।
এই ঘটনা পর থেকে জাফলংয়ের থমথমে পরিস্থিতি বিরাজ করছে । আহত বারকি শ্রমিক সহ তাদের স্বজনরা পুলিশ প্রশসান সহ যৌথবাহিনীর কাছে আকুল আবেদন জানিয়েছেন, হামলাকারি চাঁদাবাজ শাহ্ আলম স্বপন বাহিনীর সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তি ব্যবস্থা করার জন্য।
১৫ পড়েছেন