• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিচ্ছেদ গুঞ্জন-একটি পার্টিতে একসঙ্গে

admin
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৪
বিচ্ছেদ গুঞ্জন-একটি পার্টিতে একসঙ্গে

Sharing is caring!

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ গুঞ্জনের নেপথ্য কারণ হিসেবে উঠে এসেছিল শাশুড়ি-ননদের সঙ্গে তিক্ততার খবর। এবার এই ইস্যুকে পেছনে ফেলে এগিয়ে সম্প্রতি একটি পার্টিতে একসঙ্গে দেখা দিলেন এই তারকা দম্পতিকে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, অনুরঞ্জন এবং অভিনেত্রী আয়েশা ঝুলকা তাদের ইনস্টাগ্রামে ঐশ্বরিয়া ও অভিষেকের ছবি শেয়ার করেন। অনুর পোস্টে দেখা যায়, ঐশ্বরিয়া তার মা বৃন্দা রাইয়ের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন। অনু বৃন্দার হাত ধরে আছেন এবং অভিষেক পেছনে দাঁড়িয়ে হাসছেন।

ওই পার্টিতে ঐশ্বরিয়া এবং অভিষেক কালো পোশাক পরেছিলেন। ঐশ্বরিয়া একটি কালো সালোয়ার স্যুট পরেছিলেন, আর অভিষেক পরেছিলেন কালো স্যুট প্যান্ট। ছবিগুলোর ক্যাপশনে লেখা ছিল, ‘অনেক ভালোবাসা।’ এই পার্টিতে সচিন তেন্ডুলকর, তুষার কাপুরসহ অন্যান্য সেলিব্রিটিরাও উপস্থিত ছিলেন।

বচ্চন পরিবারে ঐশ্বরিয়ার দূরত্ব কেন্দ্র করে তাদের বিচ্ছেদের গুঞ্জন শুরু হয় চলতি মাসের সালের জুলাইয়ে অনন্ত আম্বানির বিয়ে থেকে। সেখানে ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্যা আলাদাভাবে পৌঁছেছিলেন, যেখানে বাকি বচ্চন পরিবার একসঙ্গে আসেন। ঐশ্বরিয়ার জন্মদিনে অভিষেক বা তার পরিবারে পক্ষ থেকে শুভেচ্ছা না জানালে সেই গুঞ্জন আরও জোরালো হয়।

অন্যদিকে কয়েক সপ্তাহ আগে ঐশ্বরিয়া এবং অভিষেকের কন্যা আরাধ্যার ১৩তম জন্মদিনও একসঙ্গে উদযাপন করেন। প্রাথমিকভাবে নেটিজেনদের মনে হয়েছিল, অভিষেক তার মেয়ের জন্মদিনের পার্টিতে যোগ দেননি। পরে একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায় তারা ওইদিন একসঙ্গেই ছিলেন।

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবনে অভিষেক ও ঐশ্বরিয়ার। ২০০৬ সালে ‘উমরাও জান’ সিনেমার শুটিং করতে গিয়ে তাদের প্রেম। এরপর পরের বছর ২০০৭ সালে তারা বিয়ে করেন। আর ২০১১ সালে তাদের কোলেজুড়ে আসে প্রথম কন্যা সন্তান আরাধ্য বচ্চন। ঐশ্বরিয়াকে সর্বশেষ দেখা গেছে মনি রত্নমের সিনেমা পন্নিইন সেলভান-এ। এরপরে এখনও আর কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি অভিনেত্রী। তবে নিয়মিত বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিচ্ছেন তিনি। আর প্রায় সব ইভেন্টেই ঐশ্বরিয়ার সঙ্গে দেখা যায় তার একমাত্র মেয়েকে।

১৮ পড়েছেন